সিসিকের অস্বাভাবিক গৃহকর শিক্ষার্থীদের ভোগান্তি বাড়াবে

1

 

সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স শিক্ষার্থীদের ভোগান্তি বাড়াবে বলে মনে করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখা।
গতকাল এক যুক্ত বিবৃতিতে সংগঠনের সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস ও সাধারণ সম্পাদক বুশরা সুহেল বলেন, নতুন এসেসমেন্টের ভিত্তিতে সিলেট সিটি কর্পোরেশন যে গৃহকর বা হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করছে তা অন্যায্য। পত্রিকায় এক ভুক্তভোগী নাগরিক জানান, “আমরার টিনশেডের বাসার কর আগে দিতাম ৫০০ টেখা (টাকা)। আর অখন (বর্তমানে) সেটি বেড়ে প্রায় ৫ হাজার টেখা হইছে। জিনিসপত্রের দামের কারণে সংসার চালানো দিন-দিন আরও কঠিন হইযার, ভাই। যে হারে কর ধরা হইছে, লাগে ভুতে লিখছে কাগজে। এই সিদ্ধান্ত বাতিল করা দরকার।”-এভাবে ক্ষেত্র বিশেষে হোল্ডিং টেক্স ১শ থেকে ৫শ গুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। যা নাগরিকদের জীবনকে দুর্বিষহ করে তুলবে। আবার এই বাড়তি হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে গিয়ে বাড়ানো হবে বাসা ভাড়া। যা শহরে অবস্থানরত হাজার হাজার শিক্ষার্থীকে মারাত্মক ভোগান্তিতে ফেলবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অবাসন ব্যবস্থা না থাকায় শিক্ষার্থী ভাড়া বাসায় থাকেন। বেশির ভাগ শিক্ষার্থীই হয় প্রাইভেট টিউশন করে, না হয় কোন পার্ট টাইম চাকুরি করে এই ব্যয় নির্বাহ করেন। সিটি কর্পোরেশনের এই অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির ফলে শিক্ষার্থীরা মারাত্মক সংকটের মধ্য পড়বেন। তাই অবিলম্বে এই অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার করা জরুরি। নেতৃৃবৃন্দ এই অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির বিরুদ্ধে সবাইকে স্বোচ্ছার হওয়ার আহŸান জানান।