সিকৃবিতে দুই দিনব্যাপি আলোকচিত্র প্রদর্শনী শুরু

3

 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) দুই দিনব্যাপি ‘সেট আউট- ৫’ শীর্ষক পঞ্চম অন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (এসএইউপিএস)।
বৃহস্পতিবার (২৫শে জানুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের নিচতলায় কেক কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন সিকৃবি উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভ‚ঞা। অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়বস্তুর উপর মোট ৪৫টি আলোকচিত্র প্রদর্শিত হয়। জমাকৃত ৩০০টিরও বেশি আলোকচিত্রের মাঝে বাছাইকৃত আলোকচিত্রগুলো প্রদর্শিত হচ্ছে প্রদর্শনীতে। এ প্রদর্শনীতে ‘স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন’ নামক কর্ণারটি এক অনন্য মাত্রা যোগ করেছে। সেখানে প্যালেস্টাইন নাগরিকদের উপর ইসরায়েলি হামলার বিভিন্ন বর্বর ঘটনার চিত্র ফুটে উঠেছে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন প্রতœতত্ত¡ অধিদপ্তরের আলোকচিত্র শিল্পী শুভ্র পাল। ২৬শে জানুয়ারি বিকেলে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত হবে প্রদর্শনীটি।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভ‚ঞা বলেন, “স্থির চিত্র ইতিহাসের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা স্মরণ করিয়ে দেয় ও অনেক সময় আলোকচিত্রের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা উঠে আসে, যা সমাজ পরিবর্তনে ভ‚মিকা রাখে। এমন প্রদর্শনী নতুন প্রজন্মের কাছে আলোকচিত্রের গুরুত্ব তুলে ধরবে।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মনিরুল ইসলাম, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুদ আলম, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহ আলমগীর, অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মো. শাহাব উদ্দিন, সিকৃবি শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, সিকৃবি সাংবাদিক সমিতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি