সিলেটে শীতের তীব্রতা আরও বাড়তে পারে

3

স্টাফ রিপোর্টার

মাঘের দ্বিতীয় সপ্তাহে সিলেট ও মৌলভীবাজারসহ দেশের ২২ জেলাতে বয়ে যাচ্ছে আরেক দফা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। যে কারণে এসব জেলায় শীতের তীব্রতা বেশি। সিলেটেও ঝেঁকে বসেছে শীত। সোমবার সকালে সিলেটে ১৩.৬ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বিষয়টি জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন। তাপমাত্রা আরও কমে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। এদিকে, সিলেটজুড়ে বেড়েছে ঘন কুয়াশার দাপট। সোমবার দুপুর ১টার দিকে সিলেটের আকাশে ঘন কুয়াশার আড়াল থেকে উঁকি দেয় সূর্য। তবে বইছে কনকনে বাতাস।
এই তীব্র শীতে কষ্টে আছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। তবে সরকারি-বেসরকারিভাবে সিলেটের বিভিন্ন স্থানে এসব মানুষের মাঝে অব্যাহত রয়েছে শীতবস্ত্র বিতরণ। এতে কিছুটা হলেও শীত নিবারণ হচ্ছে তাদের।