জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতপরিচয় ৩শ’ জনকে আসামী করে মামলা

6

জৈন্তাপুর সংবাদদাতা

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতপরিচয় তিনশ জনকে আসামি করে মামলা হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো সালাউদ্দিন মিয়া এ মামলা করেন।
সড়ক দুর্ঘটনায় চার ছাত্রলীগ কর্মী নিহতের জেরে শুক্রবার মধ্যরাতে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় একটি অ্যাম্বুলেন্স, হাসপাতালের আসবাবপত্র এবং জরুরি বিভাগের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়। এ ছাড়া কর্তব্যরত ডাক্তারকে মারধর ও হাসপাতালের গ্যারেজে থাকা একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বাংলাবাজার রাংপানি এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চার ছাত্রলীগ কর্মী নিহত হন।
মামলার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাহ্উদ্দিন মিয়া, ‘অজ্ঞাতপরিচয় ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। হামলায় সরকারি সম্পত্তির বিপুল ক্ষতি হয়েছে। তাছাড়া আমরাও এখানে কাজ করতে নিরাপত্তাহীনতায় ভুগছি।’
জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘আবেগের বশবর্তী হয়ে নিহতের স্বজনরা এমনটি করেছেন। এ বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’