জগন্নাথপুরে চুরি যাওয়া মিশুক উদ্ধার, গ্রেফতার ৪

2

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সিসিটিভি ফুটেজের সূত্রধরে এক মাস আগে চুরি যাওয়া একটি ব্যাটারি ইউজিবাইক (মিশুক) উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চুরির সাথে জড়িত থাকার দায়ে ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, জগন্নাথপুর উপজেলার শ্যামারগাঁও গ্রামের আফিক উল্লার ছেলে সুমন মিয়া (৩১), নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দশ্রী উচাহাটি গ্রামের হাসিম মিয়ার ছেলে মোহন আহমদ (২০), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কাজিরগাঁও গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে দুলন মিয়া (৩০) ও জগন্নাথপুর উপজেলার আমিনপুর গ্রামের তালেব আলীর ছেলে জিয়াউর রহমান জিয়া (৩০)।
থানা সূত্রে জানাগেছে, গত প্রায় একমাস আগে জগন্নাথপুর পৌর এলাকার এনায়েতনগর গ্রামের অলি উল্লার ছেলে তাওহিদ মিয়ার একটি ব্যাটারি চালিত মিশুক চুরি হয়। এ ঘটনায় তাওহিদ মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় ১৫ জানুয়ারি সোমবার সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সার্কেল শুভাশীষ ধর ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের দিক-নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুহাম্মদ শামছুল আরেফীন এর নেতৃত্বে পুলিশ দল সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনার সূত্রধরে প্রথমে ভবেরবাজার থেকে মোহন আহমদকে গ্রেফতার করেন। তার দেয়া তথ্যে সুমন মিয়াকে গ্রেফতার করা হয়। সুমন মিয়ার তথ্যে দুলন মিয়াকে গ্রেফতার করা হয়। দুলন মিয়ার তথ্যে অবশেষে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ইনাতগঞ্জ এলাকার গ্যারেজ থেকে চুরি যাওয়া মিশুক সহ জিয়াউর রহমান জিয়াকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মিশুক থানায় আছে ও গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।