জগন্নাথপুরে হাওরে অতিথি পাখির আগমন

10

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে শীতের সাথে সাথে হাওরে আগমন ঘটেছে অতিথি পাখির। পাখিদের কলকাকুলিতে মুখরিত হয়ে উঠেছে হাওরাঞ্চল। প্রতি বছরের মতো এবারো শীত মৌসুমে হাওরে নেমেছে ঝাঁকে ঝাঁকে অতিথি ও স্থানীয় পাখি। শামুক খাওরি, সাদা বক সহ নানা নামের বিভিন্ন প্রজাতির পাখিরা দলবেধে হাওরে বিচরণ করছে। দিনে খাবার খেয়ে রাতে আশ্রয় নেয় হাওরাঞ্চলের বাড়িতে থাকা গাছে।
এতেও নিরাপদ নয় পাখিরা। প্রতি বছর এক শ্রেণির শিকারিদের নানা ফাদে ধরা পড়ে কিছু পাখি।
পরে শিকারিদের জালে ধরা পড়া পাখিগুলো বিক্রি করা হয় হাট-বাজারে। এবারো পাখিদের ধরতে হাওরে ঝাঁপিয়ে পড়েছে শিকারিদল। তবে কোথাও এখনো এসব অতিথি পাখি বিক্রি হতে দেখা যায়নি। এর মধ্যে ১২ জানুয়ারি শুক্রবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের হাওরে দেখা যায়, অতিথি পাখিদের ঝাঁক। যা স্থানীয়দের মুগ্ধ করেছে।