দোয়ারাবাজারে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

18

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থতি নিয়ে মতবিনিময় সভা করেছেন দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান। শনিবার দুপুরে ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ওসি বদরুল হাসান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ-সাংবাদিক কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।
মতবিনিময় সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি। এসময় এলাকার মাদক-জুয়া, চোরাচালান, চুরি-ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ড রোধে ওসিকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব’র সভাপতি দৈনিক যুগান্তর-দৈনিক সিলেটের ডাক উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম, সহ-সভাপতি দৈনিক সংবাদ প্রতিনিধি এম এ মোতালিব ভ‚ইয়া, সহ-সভাপতি দৈনিক স্বাধীনবাংলা প্রতিনিধি শাহজাহান আকন্দ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমার সংবাদ-দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন প্রতিনিধি এনামুল কবির মুন্না, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব-দৈনিক কাজিরবাজার প্রতিনিধি শাহ্ মাশুক নাইম, দৈনিক নয়া দিগন্ত-দৈনিক সিলেট বানী প্রতিনিধি সোহেল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক-দৈনিক জাগ্রত সিলেট প্রতিনিধি সুমন আহমদ, ক্রিড়া সম্পাদক ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি মাসুদ রানা সোহাগ, দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি হুমাউন ফরিদ, দোয়ারাবাজার থানার এসআই সম্রাজ মিয়া, এসআই আছলাম উদ্দিন প্রমুখ।