৫ম বারের মতো বিজয়ী মুহিবুর রহমান মানিক

33

আতিকুর রহমান, ছাতক

শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার (২২৮) আসনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ভাবে মুহিবুর রহমান মানিক নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। ছাতক উপজেলার ১০৩টি কেন্দ্রে মুহিবুর রহমান মানিক নৌকা প্রতীকে পেয়েছেন ৭৮২২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী ঈগল প্রতীকে পেয়েছেন ৬২৭৩১ ভোট। দুই উপজেলায় মুহিবুর রহমান মানিক পেয়েছেন ১লাখ ১৯হাজার ৪০৩ এবং শামীম আহমদ চৌধুরী পেয়েছেন ৯১হাজার ৮৮৮ ভোট। ২৭ হাজার ৫১৫ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে পঞ্চম বারের মতো সংসদ সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন মুহিবুর রহমান মানিক।
এদিকে তিনি দোয়ারাবাজার উপজেলার ৬১টি কেন্দ্রে নৌকায় পেয়েছেন ৪১১৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব ছিলেন স্বতন্ত্র প্রার্থী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী ঈগল প্রতীকে পেয়েছেন ২৯১৫৭ ভোট।
এ আসনে অন্যান্য ৭ প্রার্থীরা জামানত হারাতেন পারেন। প্রার্থী ও তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা হলো, গণ ফোরামের মনোনীত প্রার্থী আইয়ুব করম আলী উদীয়মান সূর্য্য প্রতীকে পেয়েছেন ৫৬৯ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীকের মনোনীত প্রার্থী আবু সালেহ পেয়েছেন ৩০৭ ভোট, জাতীয় পার্টি জেপির মনোনীত প্রার্থী এডভোকেট মনির উদ্দিন বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ২০৪ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী আজিজুল হক আম প্রতীকে ভোট পেয়েছেন ৩৬১ ভোট, বিএনএফ’র মনোনীত প্রার্থী আশরাফ হোসেন টেলিভিশন প্রতীকে পেয়েছেন ৫৯ ভোট, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এডভোকেট নাজমুল হুদা পেয়েছেন ৮২২ ভোট, কৃষক শ্রমিক জনতালীগের গামছা প্রতীকের মনোনীত প্রার্থী আবদুল জলিল পেয়েছেন ১৬৪ ভোট।