জাল ভোট দেওয়ার অভিযোগে দুই জন আটক

3

বড়লেখা সংবাদদাতা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার -১ (বড়লেখা-জুড়ী) আসনের বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে ২ যুবককে আটক করা হয়েছে।
রবিবার দুপুর ১ টার দিকে কেন্দ্রটিতে কয়েকজন যুবক জাল ভোট দিতে লাইনে দাঁড়ান। এদের সবার বয়স ১৫-১৭ হবে বলে সন্দেহজনক হলে কেন্দ্রের প্রিসাইজিং কর্মকর্তা মো মনিরুজ্জামান তাদেরকে জিজ্ঞাসা করলে ঠিকানা বলতে পারেনি।
এ সময় আবেদ হোসেন (১৫) নামের একজনকে আটক করলে লাইনের অন্যান্যরা পালিয়ে যায়। সে বেলাগাঁও গ্রামের জামাল মিয়ার ছেলে। পরে অনুরুপ ভাবে ভোট দিতে আসলে কামাল মিয়া (১৬) নামের আরেকজনকে আটক করা হয়। সে একই গ্রামের খুরশিদ আলীর ছেলে। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, জাল ভোট দেওয়ার চেষ্টাকালে আটক দুই যুবককে পুলিশের মাধ্যমে থানায় পাঠানো হয়েছে। অন্যান্য কয়েকজন জাল ভোট দিতে চেষ্ঠা করেছিল তাদেরকে প্রতিহত করা হয়েছে।
উল্লেখ্য, এই আসনের চার প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ ভোট বর্জন করেছেন। তৃনমূল বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন আগেই জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন। নৌকা মনোনীত প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপির সাথে নামেমাত্র প্রতিদ্ব›দ্বীতায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ময়নুল ইসলাম।