হবিগঞ্জের ৪টি আসনে ভোটারদের উপস্থিতি ছিল কম

3

হবিগঞ্জ সংবাদদাতা

সারাদিনেও হবিগঞ্জ জেলার ৪টি আসনে ভোটারের অংশ গ্রহণ তেমন চোখে পড়েনি। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকায় দায়িত্বরত কর্মকর্তারা আয়েশে সময় কাটিয়েছেন। ২/১টি ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার চেষ্টা করা হলে কিছু সময় ভোট গ্রহণ বন্ধ ছিল। সার্বিকভাবে ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন জেলা রিটার্নিং অফিসার জিলুফা সুলতানা।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরিগঞ্জ) আসনের ২০টি কেন্দ্রে ঘুরে দেখা গেছে ভোটারদের উপস্থিতি নেই বলতে গেলে। বেলা ১২টায় আজমিরীগঞ্জ উপজেলার মাধবপাশা সরকারি প্রাথমিক কেন্দ্রে গিয়ে জানা গেল ২০৮১ জন ভোটারের মধ্যে ১০৪ জন ভোট দিয়েছেন। বদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১৯১২ জন ভোটারের মধ্যে ৫৯৬টি ভোট পড়েছে। ভোটের হার ১১ দশমিক ৩৯ ভাগ।
সকাল ১১টায় বানিয়াচং উপজেলা সদরে বনমাথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে, বাইরে নৌকা ও ঈগল মার্কার সমর্থকরা দাঁড়িয়ে আছেন।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গৌতম সরকার জানান, সকাল ১১টা ১০ মিনিট পর্যন্ত ছয়টি বুথে প্রায় দুই’শ ভোটার ভোট প্রদান করেছেন। ওই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২৮৫০ জন।
আজমিরীগঞ্জ উপজেলার বং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, ২৩৪০ জনের মধ্যে ভোট পড়েছে ১১৩টি। যশকেশরী কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ৪২ জন ভোট দিয়েছেন।
ওই কেন্দ্রে মোট ভোটার ২২৬১ জন। কেন্দ্রগুলোতে বিরাজ করছে সুনসান নীরবতা। আনসার, পুলিশ সদস্যরা ভোটার দেখলেই সাদরে গ্রহণ করছেন।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জুয়েল ভৌমিক জানান, এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৯৪ হাজার ৪৮২ জন। দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২ হাজার ৩৪৪টি। ভোটের হার ৩৪ দশমিক ২৩। তিনি জানান, পিরোজপুর ও আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি পক্ষ শক্তি প্রয়োগ করার চেষ্টা করলে কিছু সময় ভোট গ্রহণ বন্ধ ছিল।
প্রিজাইডিং অফিসারদের সঙ্গে আলাপে জানা গেছে, ভোটারদের মনে কোন উদ্দীপনা নেই। তবে চুনারুঘাট, মাধবপুর ও বাহুবল উপজেলার চা বাগান কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।