আদালতের কার্যক্রম থেকে বিরত থেকে অবস্থান কর্মসূচি, মিছিল-সমাবেশ করেছেন ল’ ইয়ার্স ফ্রন্টের আইনজীবীরা

4

 

আগামী ৭ জানুয়ারির ডামি নির্বাচন বাতিল এবং বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার দাবীতে আদালতের কার্যক্রম থেকে বিরত থেকে সিলেটের আদালত প্রাঙ্গণে সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি, মিছিল ও সমাবেশ করেছেন ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্টের আইনজীবীরা। জেলা জজ আদালতের সামনে অবস্থান, আদালত চত্বরে খন্ড খন্ড মিছিল শেষে ২ নং বার হলের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল সিলেট শাখার সভাপতি অ্যাডভোকেট মো. আলীম উদ্দিনের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, ’বিচার বিভাগের স্বাধীনতা না থাকায় সাধারণ মানুষ ন্যায় বিচার পাচ্ছেন না। আইন মন্ত্রণালয়ের ইচ্ছেমাফিক চলছে বিচারব্যবস্থা।’ তিনি বলেন, ’বর্তমান অনির্বাচিত সরকার দেশের মৌলিক সকল কাঠামো বিনষ্ট করেছে। তাদের একটাই চাওয়া, যে করেই হোক ক্ষমতায় টিকে থাকা। এই দুঃশাসন থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে।’ আদালতের কার্যক্রম হতে বিরত থেকে অবস্থান কর্মসূচি, মিছিল ও সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুল গফফার, অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, অ্যাডভোকেট মো. মুহিবুর রহমান, অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, অ্যাডভোকেট মো.ফজলুল হক সেলিম, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, অ্যাডভোকেট সাঈদ আহমদ, অ্যাডভোকেট আবু তাহের, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, অ্যাডভোকেট মহসিন আহমদ চৌধুরী, অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, অ্যাডভোকেট মির্জা হোসেন, অ্যাডভোকেট জাফর ইকবাল তারেক, অ্যাডভোকেট মো দেলোয়ার হোসেন শামীম, অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, অ্যাডভোকেট মো.সফিকুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, অ্যাডভোকেট মাসুদ আহমদ চৌধুরী মহসিন, অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ, অ্যাডভোকেট ইসরাফিল আলী, অ্যাডভোকেট মো. লিয়াকত আলী, অ্যাডভোকেট আলী হায়দার ফারুক, অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল মুকিত, অ্যাডভোকেট রব নেওয়াজ রানা, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, অ্যাডভোকেট মোবারক হোসেন রনি, অ্যাডভোকেট রুহিনা বেগম, অ্যাডভোকেট মো. খোরশেদ আলম, অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, অ্যাডভোকেট লিয়াকত আলী, অ্যাডভোকেট আমিনুল হক খান, অ্যাডভোকেট মো.খালেদ হোসেন, অ্যাডভোকেট মনজুর ইলাহি সামি, অ্যাডভোকেট বদরুল আলম শিপন, অ্যাডভোকেট হানিফ আহমদ, অ্যাডভোকেট মো. মহিদুল হক, অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী, অ্যাডভোকেট নাসির উদ্দীন সাদিক, অ্যাডভোকেট সৈয়দ রিয়াজ, অ্যাডভোকেট নাজমুল ইসলাম, অ্যাডভোকেট মো মোজাক্কির হোসেন, অ্যাডভোকেট মো.ইয়াসিন, অ্যাডভোকেট রবিউল ইসলাম, অ্যাডভোকেট রহমত আলী, অ্যাডভোকেট মোজাম্মিল হোসেন, অ্যাডভোকেট নাজমুল হুদা শাহান, অ্যাডভোকেট আব্দুল হাই রাজন, অ্যাডভোকেট জাহিদুল হক জাবেদ, অ্যাডভোকেট তানভীর আখতার খান প্রমুখ। বিজ্ঞপ্তি