বোরো ধানের হালি চারায় পাতাপোড়া রোগ, চিন্তিত কৃষক

24

বাবরুল হাসান বাবলু, তাহিরপুর

পোকার আক্রমণে পাতা মরে যাচ্ছে বোর ধানের হালি চারার, দিশেহারা কৃষক। জেলার হাওর উপজেলা তাহিরপুর। উপজেলার সবকটি হাওরে এখন পুরোধমে চলছে বোর ধান রোপন। এ সময় হঠাৎ করে ধানের হালি চারাতে পোকার আক্রমন দেখা দিয়েছে। এতে করে হালি চারার পাতা কিছুটা হলুদ হয়ে চারা গাছ মরে যাচ্ছে। অনেক কৃষক এ পোকার আক্রমনের এ রোগকে পাতাপোড়া রোগ বলছেন। যে কারনে কৃষক অনেকটা চিন্তিত হয়ে পড়ছেন। হালি চারা নষ্ট হয়ে গেলে হালি চারা সংকটে যেমন পরবেন তেমনি নষ্ট হালি চারা দিয়ে জমি রোপন করলেও তেমন ফলন পাবেন না। এ অবস্থায় কৃষক দিশেহারা হয়ে হালি চারার পাতাপোড়া কিংবা পোকার আক্রমন ঠেকাতে কীটনাশক ব্যাবহার করছেন। অনেক কৃষক আক্রান্ত চারার পাশাপাশি ভালো চারাতেও কীটনাশক ব্যাবহার করছেন যাহাতে নতুন করে আর কোন ক্ষতি না হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাহিরপুর সদর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা শাহিমা বেগম জানান, তাকে অনেক কৃষক ফোন করে বোর ধানের হালি চারাতে পোকার আক্রমনের বিষয়টি জানিয়েছেন। তাদের কথা শুনে তিনি মাঠে গিয়েছেন, সেই সাথে কৃষকদের হালিচারা দেখে কীটনাশক ব্যাবহারের পরামর্শ দিয়েছেন।
সরজমিন শনির হাওর উজান তাহিরপুর এলাকায় বোর ধানের বীজ তলাতে গিয়ে দেখা যায় কৃষক জমিতে কীটনাশক স্প্রে করছেন। সে সময় কথা হয় মধ্য তাহিরপুর গ্রামের কৃষক নুর ইমান এর সাথে তিনি জানান, ধানের হালি চারাতে পোকা আক্রমন করেছে ফলে ধানের হালি চারার পাতা হলুদ বর্ণ হয়ে মরে যাচ্ছে। তা ঠেকাতে কৃষি অফিসের পরামর্শে তিনি কীটনাশক দিচ্ছেন ধানের হালি চারাতে। একই অবস্থার কথা জানালেন উজান তাহিরপুর শনির হাওর এর কৃষক বাদল মিয়া, ইয়াকুব আলী, মুক্তার হোসেন সহ অনেকেই। তাদের প্রত্যেকের বীজতলার ধানের হালি চারার পাতা কিছুটা হলুদ বর্ন হয়ে পুড়ে যাচ্ছে, তারা সবাই পোকা ঠেকাতে তাদের চারা জমিতে কীটনাশক ব্যাবহার করছেন।
সাথে অনেকটা চিন্তিত রয়েছেন যদি কোন কারনে এ পোকা জমিতে চারা রোপন করার পরও থেকে যায় তাহলে ফলন ভালো হবে না। তাহিরপুর উপজেলা কৃষি অফিসার হাসান উদ দৌলা বলেন, কোল্ড ইনজুরি সহ বিভিন্ন ছত্রাক জনিত কারেন এ সমস্যা হয়ে থাকে। তা ঠেকাতে পটাশ সহ ছত্রাকনাশক স্প্রে করতে হবে আক্রান্ত জমিতে।