ভিটামিন-এ’ ক্যাম্পেইন উপলক্ষে সুনামগঞ্জে ওরিয়েন্টেশন কর্মশালা

17

সুনামগঞ্জ সংবাদদাতা

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা ইপিআই ভবনে সিভিল সার্জন কার্যালয় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. সুকদেব সাহা। কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, বর্তমান সভাপতি মাহবুবুর রহমান পীর, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল-হেলাল, সাধারণ সম্পাদক রওনক বখত, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল ও সিনিয়র সদস্য রাজু আহমেদ রমজান।
কর্মশালায় জানানো হয়, সুনামগঞ্জ জেলায় ৪৫৯২ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে, ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৩৫ হাজার শিশুকে ২১৭৮টি টিকাদান কেন্দ্রে আগামী ১২ ডিসেম্বর একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কোন শিশুই যাতে সরকারের এ সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য জেলার ১টি পৌরসভাসহ ৮৮টি ইউনিয়ন ও ২৬৭টি ওয়ার্ডে ব্যাপক প্রচারণা চালিয়ে গণসচেতনতা গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন আয়োজকরা।