প্রোগ্রামিং প্রতিযোগিতায় বুয়েটকে পেছনে ফেলে দ্বিতীয় শাবি

19

শাবি প্রতিনিধি

জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার ভিত্তিতে সিন্যাপ্স র‌্যাংকিংয়ে দ্বিতীয় হয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপিঠ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। র‌্যাংকিংয়ে প্রথমে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সম্প্রতি সিন্যাপ্সের ওয়েবসাইট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
ওয়েবসাইটের তথ্য মতে দেশের ১৪৬টি কলেজ-বিশ্ববিদ্যালয় এই র‌্যাংকিংয়ে জায়গা করে নিয়েছে। এর মধ্যে শীর্ষ ১০-এ একটি বেসরকারি ও একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ছাড়াও আছে আরও ৮টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়।
সিন্যাপ্সের তথ্য মতে, শাবিপ্রবি এবার ১৭ ধাপ এগিয়ে ৩৬৩১ রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। অন্যদিকে প্রথম অবস্থানে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেটিং ৩৯৯৯। র‌্যাংকিংয়ের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয় হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এবিষয়ে বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমোউনিকেশন টেকনোলজির (আইসিটি) পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জহিরূল ইসলাম বলেন, প্রোগামিং প্রতিযোগিতাগুলোতে বেশিরভাগ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা প্রতিনিয়ত ভালো করছে। সিন্যাপ্সের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আমাদের বিশ^বিদ্যালয়ের প্রতিযোগী দল মূলত প্রথম হওয়ার যোগ্যতা রাখে তারা। তারা কঠিনতম একটি প্রোগ্রামিং সমস্যা সমাধান করতে ঢাবির দলের থেকে কিছ্ সময় বেশি নিয়েছে যে কারণে আমরা দ্বিতীয় হয়েছি। তবে আশা রাখি আমাদের শিক্ষার্থীরা সামনে আরও ভালো করবে। বিশ^বিদ্যালয় প্রশাসন তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে, ভবিষ্যৎেও তাদেরকে সহযোগিতা করবে।