অবরোধ চলাকালে সিলেটে বিএনপির মিছিল

37

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, সরকার বিরোধীমতকে নিশ্চিহ্ন করে ভুয়া ডামি প্রার্থী দিয়ে প্রহসনের নির্বাচন করতে চায়। দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল কথিত নির্বাচন প্রত্যাখ্যান করেছে। দেশপ্রেমিক জনতাও নির্বাচন কমিশন ঘোষিত ফরমায়েসী তফসিল প্রত্যাখ্যান করেছে। নজিরবিহীনভাবে ৮ম দফার অবরোধ সফলের মাধ্যমে জাতি প্রমাণ করেছে বাকশালী সরকার ও তাদের দলদাস নির্বাচন কমিশনের মাধ্যমে দেশে কোন পাতানো নির্বাচন মেনে নেয়া হবেনা। দ্রæততম সময়ের মধ্যে বাকশালীদের পতন নিশ্চিত করে নিরপেক্ষ সরকারের মাধ্যমেই এদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।
তিনি বুধবার বিএনপি আহুত ৮ম দফার ২৪ ঘন্টা অবরোধ চলাকালে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে পিকেটিং পরবর্তী পৃথক মিছিল সমাবেশে উপরোক্ত কথা বলেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় নগরীর নয়াসড়ক ও কাজীটুলা এলাকায় অনুষ্ঠিত পৃথক মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক রেজাউল হাসান কয়েস লোদী, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, জেলা বিএনপির উপদেষ্টা মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, আনোয়ার হোসেন মানিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা সাদিকুর রহমান সাদিক, নাদির খান, মঞ্জুরুল হোসেন মঞ্জু, শুয়াইবুর রহমান শুয়েব, মিজানুর রহমান মিজান, আব্দুল মালিক সেকু, মামুন ইবনে রাজ্জাক রাসেল, আব্দুস সবুর রাসেল, রফিকুল ইসলাম রফিক, সৈয়দ রহিম আলী রাসু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহŸায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, মহানগর শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ, যুবদল নেতা লিটন আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজ হোসেন আজিজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জীবন, বিএনপি নেতা সালেক আহমদ, ফরহাদ আহমদ, আব্দুল মুমিন, নজরুল ইসলাম লিমন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তোফায়েল আহমদ ও সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, বিএনপি নেতা খোর্শেদ আহমদ কুশু ও শহিদুল হোসেন কাদির প্রমূখ।