দিরাইয়ে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ এর নাগরিকত্ব অলিম্পিয়াড অনুষ্ঠিত

33

একে কুদরত পাশা, সুনামগঞ্জ

সচেতন মংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ- এ প্রতিবাদ্য নিয়ে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ দিরাই পিএফজির উদ্যোগে নাগরিকত্ব অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটায় দিরাই সরকারি কলেজে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
অলিম্পিয়াড এ দিরাই সরকারী কলেজ, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ ও সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইনস্টিটিউটের এর ২ শতাধিক ছাত্রছাত্রী ৫০ মার্কস এর এমসিকিউ পরীক্ষায় অংশ নেয় তার মধ্য থেকে সর্ব্বাচ্চ মার্কেস এর ভিত্তিতে ১০ জন কে পুরস্কৃত করা হয়। অলিম্পিয়াড এ অংশ নেওয়া ২শতাধিক অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হয়। জাতীয় সঙ্গীত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
বিকেলে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সর্বদলীয় সম্প্রীতি উদ্য্গো দিরাই পিএফজির পিস এ্যাম্বাসেডর সিরাজ উদ দৌলার সভাপতিত্বে ও সমন্বয়কারী দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও হয়। সর্বদলীয় সম্প্রীতি উদ্য্গো দিরাই পিএফজির পিস এ্যাম্বাসেডর অ্যাডভোকেট রিপা সিনহা, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ধীমান কীর্তনিয়া, সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী সাখাওয়াত হোসেন, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দাস, দিরাই থানার পরিদর্শক রতন দেব।
আলোচনা সভার শুরুতেই শপত বাক্য পাঠ করানো হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী মোজাম্মেল হক। অন্যান্যেল মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রোগ্রাম অফিসার মো. মোস্তাফিজুর রহমান সজল, ডিএস এস প্রি ক্যাডেট একাডেমীর পরিচালক শাহজাহান সিরাজ, ইয়ুথ মোবিলাইজার অফিসার মশিউর রহমান।
অলিম্পিয়াড এ প্রথম স্থান অধিকার করেন দিরাই সরকারি কলেজ এর শিক্ষার্থী ফাহমিদা আক্তার জেরিন, ২য় মো. হৃদয় মিয়া, তয় সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের ফায়িজা সর্দার প্রিয়া, ৪র্থ দিরাই সরকারি কলেজের আকলিমা বেগম, ৫ম তানজিয়া বেগম, ৬ষ্ঠ হুমায়রা আক্তার ফাতেমা, ৭ম জুমি আক্তার, ৮ম তাসফিয়া খান তৃষা, ৯ম দৃষ্ঠি রানী তালুকদার, ১০ম স্থান অর্জন করেছে দিরাই সরকারি কলেজের সাজেদা হামিদ। সম্মাননা ক্রেস্টও ৪র্থ থেকে ১০ স্থান অধিকারীদের সম্মাননা মেডেল পুরস্কার দেওয়া হয়। এছাড়া অংশে গ্রহনকারী সকল শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়।
আলেচনা সভায় সহিংসতামুক্ত শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের জন্য বহুদলীয় প্লাটফরম পিএডিএন এর ১৩ দফা সুপারিশ পাঠ করা হয়।