মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর অভিনন্দন

8

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় সিলেট-১ আসনে ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান, সিলেট-৪ আসনে ইমরান আহমদ, সিলেট-৫ আসনে মাসুক উদ্দিন আহমদ, সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
রোববার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভোটাররা নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করবেন।
তিনি আাগামী ৭ জানুয়ারী সবাইকে নৌকা প্রতিকে ভোট দিয়ে সিলেটের সবক’টি আসনকে শেখ হাসিনাকে উপহার দিতে দলীয় নেতাকর্মীসহ সকল ভোটারের প্রতি আহবান জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় শফিউল আলম চৌধুরী নাদেলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, শফিউল আলম চৌধুরী নাদেল দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালনের মাধ্যমে জগণণের ভালোবাসা অর্জন করতে সমর্থ হয়েছেন। তাঁর ফল স্বরূপ জননেত্রী শেখ হাসিনা তার হাতে নৌকা তুলে দিয়েছেন। আমি বিশ্বাস করি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মৌলভীবাজার-২ আসনের ভোটাররা নৌকা প্রতিকে ভোট দিয়ে শফিউল আলম চৌধুরী নাদেলকে বিজয়ী করবেন।
এছাড়াও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোয়ান পাওয়ায় অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকারকে।
তিনি বলেন, হাওরাঞ্চলের মানুষের উন্নয়নে আওয়ামী লীগ সব সময় আন্তরিক। আওয়ামী লীগের ভিশন ‘গ্রাম হবে শহর’ বাস্তবায়নের লক্ষ্যেই আাগামী ৭ জানুয়ারী সবাইকে ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করতে নেতাকর্মীসহ সকল ভোটারের প্রতি আহবান জানান।
প্রসঙ্গত, আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে শনিবার সিলেট বিভাগের ১৯ আসনের প্রার্থীদের নাম চুড়ান্ত করা হয়। পরে রোববার আনুষ্ঠানিক ভাবে তা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি