সবচেয়ে ভালো বাতাস সিলেটে

25

স্টাফ রিপোর্টার

বায়ুর মানে সবচেয়ে খারাপ অবস্থানে আছে প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ। আর সবচেয়ে ভালো অবস্থানে আছে সিলেট।
পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট থেকে রিয়েলটাইম পাওয়া ঢাকাসহ দেশের অন্যান্য বিভাগীয় ও শিল্পঘন শহরগুলোর বায়ুর মানের তালিকা থেকে এই তথ্য জানা গেছে। বায়ুর মান মনিটরিং করতে ঢাকা, আগারগাঁও, ফার্মগেট বিএআরসি, দারুসসালাম, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রামের আগ্রাবাদ, সিলেট, কুমিল্লা, রংপুর, চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র, রাজশাহী, বরিশাল, খুলনাতে মোট ১৬টি কন্টিনিউয়াস এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম (সিএএমএস) স্থাপন করা হয়েছে। এসব সিএএমএস থেকে প্রাপ্ত তথ্যে শুক্রবার সকাল ১০টায় বায়ুর মান সবচেয়ে খারাপ ছিলো নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৪৭৯। আর সবচেয়ে ভালো বায়ুর মান ছিল সিলেটে। সিলেটের একিউআই স্কোর ৫২। সাধারণত ০ থেকে ৫০ একিউআই স্কোর ভালো হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
অন্যদিকে ৩৯১ একিউআই স্কোর নিয়ে নারায়ণগঞ্জের পর খারাপ অবস্থানে আছে রাজধানী ঢাকা ও ঢাকার দারুসসালাম এলাকা। সাভারের একিউআই স্কোর ৩১৭, গাজীপুর ১৬৮, নারায়ণগঞ্জ ৪৭৯, ময়মনসিংহ ১৮৯, চট্টগ্রামের আগ্রাবাদ ১৬৬, কুমিল্লা ১৬৪, রংপুর ১৮৯, চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র ১৯৫, রাজশাহী ২৯১, বরিশাল ১৮৭ এবং খুলনা ১৫৫।