এলজিইডিতে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যালায়েন্স গঠন বিষয়ক সভা

2

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) সিলেট অঞ্চলের বাস্তবায়নে এবং স্টেপস টুয়ার্ডাস ডেভেলপমেন্ট এর আয়োজনে মঙ্গলবার সকালে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যালায়েন্স গঠন বিষয়ক সভা অনুষ্টিত হয়েছে। নগরীর নবাব রোডস্থ এলজিইডি অফিসের কামরুল ইসলাম সিদ্দিক হলে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এলজিইডি সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. এজাজ মুর্শেদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে পৃথিবীব্যাপী লিঙ্গ বৈষম্য বিরাজ করছে। দেশ এবং জাতি হিসেবে এর ধরণ ভিন্ন হলেও নির্যাতিত মানুষের সংখ্যা কেবল বাড়ছে। বিশেষ করে বাংলাদেশে দারিদ্রতা এবং অবাধ স্বাধীনতা জেন্ডার ভিত্তিক সহিংসতার অন্যতম কারণ। আমাদের দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইণ এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইণ যথাযথভাবে যাতে কার্য্যকর হয় সে বিষয়ে আরো বেশি যতœবান হতে হবে। একইসাথে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় পর্যায়ে নারী নির্যাতন প্রতিরোধ কমিটিগুলোকে আরো বেশি কার্যকর হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, নারী-পুরুষেরও দায়বদ্ধতার জায়গা আছে। তাদেরকে আরো বেশি দায়িত্বশীল হয়ে কাজ করতে অনুরোধ জানান তিনি। স্টেপস টুয়ার্ডাস ডেভেলপমেন্ট এর এডভোকেসি কাউন্সিলর ফাহমিদা আজাদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী মোছাঃ নুরজাহান, ব্রীজ ম্যানেজম্যান্ট প্রকৌশলী আব্দুস সালাম মন্ডল, অ্যালায়েন্স সদস্য যথাক্রমে জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জাতীয় মহিলা আইণজীবি সমিতির সিলেট বিভাগীয় প্রধান এডভোকেট সৈয়দা শিরিন আক্তার, ভোরের কাগজ এর সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার খালেদ আহমদ, আইডিয়ার ট্রেনিং অফিসার রোজিনা চৌধুরী এবং ব্র্যাকের এলাকা ব্যাবস্থাপক ওমর ফারুক। বিজ্ঞপ্তি