এফবিসিসিআই’র উদ্যোগে দেশের সকল বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

3

 

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের উদ্যোগে দেশের বিরাজমান বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃবৃন্দের সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ে সভাপতি মাহবুবুল আলম। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সভায় যুক্ত হন দি সিলেট টেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, সিনিয়র সহ সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ ও দেশের বিভিন্ন চেম্বারের নেতৃবৃন্দ। সভায় এফবিসিসিআই এর সভাপতি বলেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও হরতাল-অবরোধের কারণে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এ অবস্থা চলতে থাকলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। এরকম পরিস্থিতিতে তিনি ব্যবসায়ীদের স্বার্থে ও প্রয়োজনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সভায় সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে এরকম একটি সভা আয়োজনের জন্য এফবিসিসিআই-কে ধন্যবাদ জানান। তিনি বলেন, সর্বাগ্রে আমাদের দেশের অর্থনীতি ও ব্যবসায়ীদের ক্ষয়-ক্ষতির প্রতি লক্ষ্য রাখতে হবে। তিনি সিলেট চেম্বারের পক্ষ থেকে এফবিসিসিআই এর সাথে একাত্মতা ঘোষণা করেন। বিজ্ঞপ্তি