ইসরাইলের হামলায় গাজায় ৩১ মসজিদ ধ্বংস

16

 

কাজির বাজার ডেস্ক

গাজায় ইসরাইলি নৃশংস রকেট ও বিমান হামলায় এ পর্যন্ত ৩১ টি মসজিদ ধ্বংস হয়েছে। অঞ্চলটির ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। খবর ডেইলি সাবাহর। গত ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। এখনো চলছে এ হামলা। এখন পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার গাজাবাসীর প্রাণ গেছে এ বর্বরতায়। মসজিদ ছাড়াও কয়েকদিন আগে আল-আহলি নামের একটি হাসপাতালেও হামলা করেছে ইসরাইল। গাজায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি হামলার প্রথম দিন থেকে এ পর্যন্ত গাজায় মোট মসজিদ ধ্বংসের সংখ্যা ৩১টি। এর আগে ২৬টি মসজিদ ধ্বংস হয়েছিল। রোববারের হামলায় আরো ৫টি মসজিদ চুরমার হয়েছে। এদিকে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪০০ জন। এমন অবস্থায় গাজায় যুদ্ধবিরতি চায় চীন। দেশটি বলছে, গাজায় সহিংসতা বন্ধে যা করা দরকার তা-ই করা হবে। পশ্চিম তীরে চলমান গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে ইসরাইলি সেনারা। সর্বশেষ ১২০ ফিলিস্তিনিকে আটক করে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী।
হামাসের সঙ্গে একাত্মতা পোষণ করে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে টার্গেট করে সোমবার দুটি বিমান হামলা করেছে ইসরাইল।