জাপানি বিজ্ঞানীদের সহায়তায় শাবি ক্যাম্পাসে স্থাপন করা হল সয়ংক্রিয় আবহাওয়া স্টেশন

43

 

শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (শাবি) জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের (জিইই) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এ তে স্থাপন করা হল সয়ংক্রিয় আবহাওয়া স্টেশন। মঙ্গলবার বিশ^বিদ্যালয়ের আইকিউএসি এর সম্মেলন কক্ষে এ সংক্রান্ত উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জিইই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড.আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শাহনাজ শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: কবির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো: কবির হোসেন বলেন যে, “আজকের এই দিনটি শুধু জিইই বিভাগের জন্যই নয় পুরো শাবিপ্রবির জন্য একটি বিশেষ দিন। জিইই বিভাগের জন্য একটি বড় সাফল্য।”এটি মাইক্রো ক্লাইমেট বিষয়ক গবেষণায় অপরিসীম অবদান রাখবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, গবেষক হিসেবে উপস্থিত ছিলেন জাপানের কাগাওয়া বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. টরু টেরাও, ওসাকা বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মরিমাসা সুডা।