পেশাদার চালকদের সেবাদানে রোটারী ক্লাব অব সিলেটের চিকিৎসা সামগ্রী হস্তান্তর

2

 

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষ্যে পেশাদার চালকদের স্বাস্থ্যসেবার জন্য বিনামূল্যে চক্ষু, রক্তচাপ ও রেন্ডম বøাড সুগার পরীক্ষা সেবাদানের লক্ষ্যে রোটারী ক্লাব অব সিলেট কর্তৃক বøাড সুগার মনিটরিং ডিভাইস ও পরীক্ষার কিট সামগ্রীসহ হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার বিআরটিএ সিলেট এর সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম এর হাতে এ সেবা সামগ্রী হস্তান্তর করেন রোটারী ক্লাব অব সিলেটের নেতৃবৃন্দ। এবারের প্রতিপাদ্য বিষয় আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান প্রফেসর ড. তোফায়েল আহমদ পিএইচএফ, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ভানুজয় দাশ পিএইচএফ, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান কামাল হোসেন আরএফএসএম ও রোটাঃ রাহুল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি