উন্নত-সমৃদ্ধ দেশ বিনির্মাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : শফিকুর রহমান চৌধুরী

2

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতীয় শ্রমিক লীগ বঙ্গবন্ধুর সময় থেকেই শ্রমজীবী মেহনতী মানুষের কল্যাণে পাশে ছিল, আছে এবং সব সময় থাকবে। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ২০৪১ সালের মধ্যে একটি অসাম্প্রদায়িক, জনকল্যাণমুখী ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা ঘোষিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে জাতীয় শ্রমিক লীগ বিগত দিনের ন্যায় কাজ করে যাবে।
তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ দেশ বিনির্মাণে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধ জাতীয় শ্রমিক লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
তিনি বৃহস্পতিবার সকালে সিলেট জেলা শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এদিকে ভোরে দলীয় অস্থায়ী কার্য্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ১১ টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খানের নেতৃত্বে দুপুর ২টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বণাঢ্য র‌্যালী শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দীন খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগটনের সভাপতি প্রকৌশলী এজাজুল হক।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সভাপতি প্রকৌশলী এজাজুল হক, সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, সিলেট জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল জলিল, সিলেট জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সিলেট জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও সিলেট গ্যাসফিল্ড সিবিএ এর সভাপতি মোহাম্মদ হারুন, সিলেট জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগের সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, অর্থ সম্পাদক সুশান্ত দেব, সিলেট জেলা শ্রমিক লীগের সহ-সম্পাদক ও জেলা নির্মান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুর এ আলম, সহ-সম্পাদক ও জেলা স্বর্ণশিল্পী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সমেন্দ্র সিংহ, জেলা শ্রমিক লীগের সিনিয়র সদস্য বিধুভ‚ষন চক্রবর্তী, সিনিয়র সদস্য ও পানি উন্নয়ন বোর্ড সিবিএ সিলেট অঞ্চলের সভাপতি মোহাম্মদ রেহান, সিলেট গ্যাস ফিল্ড সিবিএ এর সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান, জেলা শ্রমিক লীগের সদস্য ও পরিবহন শ্রমিক লীগের নেতা সালমান আহমদ, জেলা যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আদনান খান হেলাল, জেলা শ্রমিক লীগের সিনিয়র সদস্য এ কে এম শিহাব, সিলেট জেলা ব্যাংক কর্মচারী ফেডারেশন এর সাধারণ ও অগ্রনী ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সিলেট সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক ফয়ছল মাহমুদ, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, কার্য্যকরি সভাপতি কিবরিয়া আহমদ অপু, সাধারণ সম্পাদক আব্বাছ আলী, সহ সভাপতি ইহছাক আলী মেম্বার, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, ফেন্সুগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সালেক আহমদ, জৈন্তাপুর উপজেলা, টি এন্ড টি ফেডারেল ইউনিয়ন সিবিএ সিলেট অঞ্চলের মুনির উদ্দিন, রোকন উদ্দিন ভ‚ইয়া সবুজ, সিলেট জেলা ব্যাংক কর্মচারী ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষি ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক শানুর আলী, সিলেট জেলা ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, ব্যাংক কর্মচারী ফেডারেশনের অর্থ সম্পাদক ও রুপালী ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বালাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের নেতা রিয়াজ উদ্দিন, সিলেট জেলা হকার্স লীগের নেতা রাসেন্দ্র বাবু, আতিউর রহমান, ইয়াছিন আহমদ, লোকমান আহমদ, সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতা সুন্দর আলী, এমাদ উদ্দিন, মুরাদ আহমদ, সিলেট জেলা দোকান কর্মচারী লীগের সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস প্রমুখ। বিজ্ঞপ্তি