সিকৃবিতে বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড অনুষ্ঠিত

31

 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২য় বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াডের কোয়ালিফাইং রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। ভেটেরিনারি অলিম্পিয়াড উপলক্ষে শনিবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো: জামাল উদ্দিন ভ‚ঞার নেতৃত্বে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে অলিম্পিয়াডের কোয়ালিফাইং রাউন্ডের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো: জামাল উদ্দিন ভ‚ঞা। ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো: ছিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফএও ইসিটিএডি প্রতিনিধি ড. এরিক ব্রাম। ভেটেরিনারি শিক্ষার্থীদের কর্মদক্ষতা, সক্ষমতা, পারদর্শিতা বৃদ্ধি, জ্ঞান ও দক্ষতা বিনিময়, শিক্ষার্থীদের মিথষ্ক্রিয়া বৃদ্ধি ও দলগত কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে ২য় বারের মতো এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। বিজ্ঞপ্তি