শারদীয় দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা -এসপি মামুন

51

স্টাফ রিপোর্টার

আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সিলেট জেলা পুলিশের এক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিলেট জেলা পুলিশ লাইনে নিরাপত্তা বিষয়ক এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ্ আল মামুন।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, সিলেট মহানগর ও কেন্দ্রীয় কমিটি ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি, সিভিল সার্জন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, র‌্যাব, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস ও পিডিবি এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় পূজা উদযাপনকে কেন্দ্র করে উপস্থিত সদস্যরা সকল বিভাগের সাথে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সভাপতির বক্তব্যে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ্ আল মামুন মহোদয় বলেন, যারা পূজা উদযাপনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। তিনি সভায় আগত সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলের সহযোগিতায় সফলভাবে পূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।