রাজনৈতিক নারী নেতৃবৃন্দকে নিয়ে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

33

 

সিলেটে ইউএসএআইডি এর আর্থিক সহযোগিতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাস্তবায়িত এসপিএল প্রকল্পের আওতায় ‘এডভান্সিং উইমেন্স লিডারশীপ ইন পলিটিক্স’ শীর্ষক বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের মিরের ময়দানস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের প্রায় ৩৫ জন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী নেতৃত্ব বৃদ্ধিতে বিভিন্ন সুপারিশমালা প্রদান করা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগ এর সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সিলেট মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন। এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ তার বক্তব্যে বলেন, একটি সুশৃঙ্খল সমাজব্যবস্থা গড়ে তুলতে রাজনীতিতে নারী নেতৃত্বের বিকাশ ঘটানো অপরিহার্য। তিনি নারীর ক্ষমতায়নে সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। ভবিষ্যতে নারীদের রাজনৈতিকভাবে আরো সচেতন করা, মূলদলে নারীদের অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সরকারের সদিচ্ছার কথা ব্যক্ত করেন।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি নাজনীন হোসেইন, মহানগর আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুল, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান টিপু, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি শামসুন্নাহার বেগম শাহানারা, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মোশতাক আহমেদ পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার মিনু, মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসমা বেগম কামরান, বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা লীগের কার্যকরি সদস্য সাবিনা সুলতানা, মহানগর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আসমা বেগম, জেলা আওয়ামীলীগের সদস্য নাজরা আহমেদ, মৌলভিবাজার জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক সায়েদা জেরিন, মৌলভিবাজার জেলা যুব মহিলা লীগের সভাপতি পারভিন আক্তার, সুনামগঞ্জ জেলা মহিলা লীগের সহ-সভাপতি ফৌজি আরা শাম্মি, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা দিপা, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছালমা আক্তার চৌধুরী, সুনামগঞ্জ জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা ফারহানা ইমা, জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক মাধুরি গুন প্রমুখ। বিজ্ঞপ্তি