পাঁচ বছর পর ২৮ নভেম্বর সিলেটে আন্তর্জাতিক টেস্ট

67

স্টাফ রিপোর্টার

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণার সময় বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশ ও নিউজিল্যান্ড মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে। ওই সিরিজের পর ভারতে বিশ্বকাপে অংশ নেবে দুই দল। বিশ্বকাপ শেষে নভেম্বরে টেস্ট খেলতে আবার ঢাকা আসবে কিউইরা। সূচি অনুযায়ী, প্রথম টেস্ট মাঠে গড়াবে ২৮ নভেম্বর। যেটি সিলেটে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
এর আগে দেশের সপ্তম টেস্ট ভেন্যু হিসেবে ২০১৮ সালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক হয়। জিম্বাবুয়ের বিপক্ষে যে টেস্টে ১৫১ রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। এরপর সিলেটে আন্তর্জাতিক ওয়ানডে ও টি-২০ হলেও টেস্ট ম্যাচ হয়নি।