সাহেবের বাজারে ভূমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৯ জন আহত

2

 

স্টাফ রিপোর্টার

সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানার চান্দাই গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, চান্দাই গ্রামের রিয়াজ উদ্দিন (৫৫), শরিফ উদ্দিন (৩০), আব্দুল বারী (৪০), সজনা বেগম (২৯), শারমিন বেগম (২৫), তুলা মিয়ার পক্ষের আহতরা হলেন মানিক মিয়া (৪৫), জুবের আহমদ (২২), শরিফ উদ্দিন (৩২), রাবেয়া বেগম (৩৫)। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসার জন্য পাঠানো হয়।
জানা যায়, বেশ কিছুদিন ধরেই সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানার আওতাধীন চান্দাই গ্রামের রিয়াজ উদ্দিন ও তুলা মিয়া গংদের মধ্যে ভ‚মি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে শনিবার সকালে তুলা মিয়া লোকজন নিয়ে বিরোধপূর্ণ ভ‚মি দখল করার চেষ্টা করলে অপর পক্ষ বাঁধা দিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। তবে সংঘর্ষে আহত রিয়াজ উদ্দিন ও আব্দুল বারীর অবস্থা আশঙ্কাজনক।
এবিষয়ে এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) দেবাংশু কুমার দে জানান, চান্দাই গ্রামে ভ‚মি নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, উভয় পক্ষের বেশ কয়েক জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। তাদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।