জগন্নাথপুরে মসজিদের অজু খানার পানি নিস্কাশন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

47

 

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ঐতিহ্যবাহী জামে মসজিদের অজু খানার পানি নিস্কাশন বন্ধের প্রতিবাদে ক্ষুব্ধ মুসল্লিরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, মসজিদ পরিচালনা কমিটির পক্ষে মির্জা দিলওয়ার হোসেন।
তিনি বলেন, মসজিদের অজু খানার পানি নিস্কাশন হতো সরকারি খালে গিয়ে। বর্তমানে খালটি মাটি ভরাট করেছেন পাটলি গ্রামের বাবুল মিয়া। এতে পানি নিস্কাশন বন্ধ হওয়ায় অজু খানায় হাঁটু পানি জমে গেছে। এখন মেশিন দিয়ে পানি সেচে অজু করতে হচ্ছে। ফলে হাজারো মুসল্লিদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এ ঘটনার প্রতিবাদ জানাতে ও দ্রæত এ সমস্যা সমাধানের স্বার্থে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। তাতেও কাজ না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। উক্ত মানববন্ধনে মসজিদের ইমাম মাওলানা মির্জা আবুল কালাম সহ শতশত মুসল্লিরা অংশ গ্রহণ করেন।