নবীগঞ্জে বকেয়া বেতনসহ পরিশোধে সভা ডেকেছে আন্ত:মন্ত্রণালয়

5

 

নবীগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে অবস্থিত ইমাম ও বাওয়ানী চা বাগানের শ্রমিকদের দীর্ঘদিনের পাওনা বেতন ও অন্যান্য ভাতা দি পরিশোধের লক্ষ্যে আগামী ২২ আগস্ট বেলা ১২ টায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমূহ, বাংলাদেশ চা বোর্ড, প্রধানমন্ত্রীর কার্যালয়, জেলা প্রশাসক হবিগঞ্জ ও মালিকপক্ষের সাথে বৈঠকে বসছে মন্ত্রী পরিষদ বিভাগ। ইমাম ও বাওয়ানী চা বাগানের শ্রমিক বৃন্দ দীর্ঘদিন যাবত বেতন ও অন্যান্য ভাতাদি পাচ্ছেন না। দীর্ঘ ৬ সপ্তাহ যাবত সাপ্তাহিক তলব ও রেশন না পেয়ে মানবেতর জীবন-যাপন করছেন। গত ১১ জুলাই বিভাগীয় শ্রম অধিদপ্তর শ্রীমঙ্গল, মৌলভীবাজারে ইমাম ও বাওয়ানি বাগানের শ্রমিকবৃন্দ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন ও মালিকপক্ষের অংশগ্রহণে .অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী মালিকপক্ষ তাদের প্রতিশ্রæত অর্থ পরিশোধ না করার প্রেক্ষিতে পুনরায় ২৬ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বাগানের শ্রমিক বৃন্দ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ এবং ইমাম বাওয়ানি বাগানের মালিকপক্ষ একটি বৈঠক করেন। উক্ত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জুলাইয়ের বকেয়া তলব রেশন ও বিগত দুই বছরের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত হয়। উক্ত অর্থ পরিশোধের জন্য মালিকপক্ষ অঙ্গীকার করলেও তা পরিশোধ করেননি। বিষয়টি হবিগঞ্জের জেলা প্রশাসক মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করলে মন্ত্রী পরিষদ বিভাগ আগামী ২২ আগস্ট তারিখে আন্তঃমন্ত্রণালয় সভাটি ডেকেছে। এই সভার বিষয়ে ইমাম ও বাওয়ানী চা বাগানের শ্রমিকদের অবহিত করতে গতকাল সকাল দশটায় বাগানে আসেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রফিকুল আলম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার। শ্রমিকদের দাবি দাওয়ার বিষয়ে একমত পোষণ করে ২২ আগস্ট তারিখে আন্তঃমন্ত্রণালয় সভায় বিষয়টি দ্রæত সমাধানের বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাধারণ শ্রমিক বৃন্দ জেলা প্রশাসক, হবিগঞ্জ মহোদয়ের উদ্যোগে আস্থা ব্যাক্ত করেন।