জাতীয় পার্টি আগামীতে কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবেনা -আতিকুর রহমান আতিক

2

 

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, জাতীয় পার্টি দেশের মানুষের আশা-আকাঙ্খার প্রতিক। সাবেক সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হোসেইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া সংগঠন জাতীয় পার্টি আগামীতে কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবেনা। জাতীয় পার্টি একাই ৩০০ আসনে প্রার্থী দেবে এবং ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।
তিনি বুধবার (১৬ আগস্ট) রাতে নগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলে সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে আয়োজিত পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাব্বীর আহমদের সভাপতিত্বে পরামর্শ সভায় আতিকুর রহমান আতিক আরো বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু জি এম কাদের জাতীয় পার্টিকে এগিয়ে নেয়ার লক্ষে কাজ করে যাচ্ছেন। জাতীয় পার্টি এদেশের মানুষের ভরসাস্থলে পরিণত হয়েছে। মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। তাই আসুন সকল মতভেদ ভুলে গিয়ে জাতীয় পার্টি তথা জিএম কাদেরের হাতকে শক্তিশালী করার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করি। তিনি জাপা চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সিলেট জেলা জাতীয় পার্টির আসন্ন সম্মেলন সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।
জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহবায়ক মরতুজা আহমদ চৌধুরীর পরিচালনায় পরামর্শ সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মুজিবুর রহমান, সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী, জেলা শাখার সাবেক সহ সভাপতি মজির উদ্দিন চাকলাদার চেয়ারম্যান, সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান আলতাফ, সাবেক যুগ্ম সম্পাদক মো. নাজমুল ইসলাম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সিলেট জেলা শাখার আহবায়ক এম মুর্শেদ খান, জাপা নেতা মো. জামাল আহমদ, এম এ মালেক, সাহেল রাজা চৌধুরী, ময়নুল ইসলাম, জিতু মিয়া, হোসেন আহমদ হুশিয়ার, মো. মুছা মিয়া, সেলিম আহমদ, মো. শাহজাহান সিরাজী, এম বরকত আলী, আজিজ মিয়া, যুব নেতা আক্তার হোসেন, আলী হোসেন, বুলবুল আহমদ, হাসান আহমদ, জুয়েল আহমদ, শাহেদ আহমদ, এনামুল কবির, সুমন শাহা, মামুনুর রশিদ মামুন প্রমুখ।
শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন জাপা নেতা আতিকুর রহমান। বিজ্ঞপ্তি