সিলেটে ৬’শ ৬৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত

3

 

স্টাফ রিপোর্টার

সিলেটে ডেঙ্গু রোগীর সংখ্যা সাড়ে ৬শ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় সিলেট নতুন করে আরও ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৬৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগে নতুন করে আরও ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৬ জন, হবিগঞ্জে ২ জন এবং মৌলভীবাজারে ১ ভর্তি রয়েছেন।
এডিস মশার কামড়ে আক্রান্ত ১৫০ জন রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়। যাদের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭ জন, সুনামগঞ্জে ভর্তি রয়েছেন ৩ জন, হবিগঞ্জে ভর্তি রয়েছেন ১০৬ জন, মৌলভীবাজারে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ জন।
গত ২৪ ঘন্টায় ২০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। এ নিয়ে বিভাগে মোট ৫১৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ের দেওয়া তথ্য অনুয়ায়ী, এ বছর জানুয়ারি থেকে এ আগস্টের ১৫ তারিখ পর্যন্ত সিলেট বিভাগে ৬৬৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে গত দই মাসেই আক্রান্ত হয়েছেন ৬০৬ জন। যেখানে জুলাই মাসে আক্রান্তের সংখ্যা ৩৮২ জন আর এ মাসের ১৫ দিনে আক্রান্তের সংখ্যা ২২০ জন।