জগন্নাথপুরে গণশুনানিতে মুহুর্তেই সমস্যার সমাধান পেয়ে সেবা প্রত্যাশী মানুষের মুখে হাসি

11

 

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সেবা প্রদানের মান গতি বৃদ্ধির লক্ষে গণশুনানি শুরু হয়েছে। গত করোনাকালীন সময়ে বন্ধু হলেও ফের চালু হয়েছে সাধারণ মানুষের দীর্ঘ প্রত্যাশিত গণশুনানি। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলামের উদ্যোগে ফের নিয়মিত গণশুনানি শুরু হওয়ায় ভ‚ক্তভোগী সাধারণ মানুষ অনেক খুশি হয়েছেন। এখন থেকে সপ্তাহের প্রতি বুধবার উপজেলা সম্মেলন কক্ষে এ গণশুনানি চলবে। এছাড়া ইউনিয়ন পর্যায়েও হবে। এর মধ্যে বুধবার প্রথম দিনে গণশুনানিতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা শতশত নারী-পুরুষ সেবা প্রত্যাশীরা অংশ গ্রহণ করেন। এতে সেবা প্রত্যাশী মানুষের আবেদন, নিবেদন, অভিযোগ সহ সকল চাওয়া-পাওয়ার কথা মনেযোগ সহকারে শুনেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলাম। বয়স্কভাতা, বিধবাভাতা, দুরারোগ্যব্যধির চিকিৎসা সহায়তা, সরকারি ঘর, জমি, টিউবওয়েল সহ মানুষের নানা দুঃখ-কষ্টের কথা শুনে মুর্হুতেই অধিকাংশ সমস্যার সমাধান করে দেন এবং অন্য সমস্যা সমাধানে সঠিক পরামর্শ দিয়েছেন। এতে মুহুর্তেই দীর্ঘদিনের সমস্যার সমাধান ও সন্তোষজনক পরামর্শ পেয়ে মানুষের মুখে হাসি ফুটে উঠেছে। এ সময় জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী ও পুরুষ ইউপি সদস্যগণ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।