জগন্নাথপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন

8

 

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন করা হয়েছে। সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই রোববার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি শেষে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন ও মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী। বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, থানার এসআই সাব্বির আহসান, সাংবাদিক শংকর রায়, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাবেক ইউপি সদস্য জুয়েল মিয়া প্রমূখ।
এতে জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হারুন রশীদ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, রাপ্রæচাই মারমা, উপজেলা সহকারি আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাবেল, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ, সমাজকর্মী রাদেশ দেবনাথ, আকমল হোসেন ভ‚ইয়া, শায়েক আহমদ, আজিজ মিয়া, সুমন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। সভায় বক্তারা, জগন্নাথপুর উপজেলা প্রশাসনের প্রতিটি সরকারি দপ্তরের জনসার্ভিস নিয়ে সন্তোষ প্রকাশ করেন।