জগন্নাথপুরে নিরাপদ ফসল উৎপাদনের লক্ষে মাঠ দিবস

2

জগন্নাথপুর প্রতিনিধি

দেশে কৃষি বিপ্লব ঘটানোর লক্ষে সরকার নানামুখি উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে নিরাপদ ফসল উৎপাদনে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন কলা-কৌশল শেখানো হচ্ছে। চালু হয়েছে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে মাঠ দিবসের মাধ্যমে কৃষকদের হাতে-কলমে নিরাপদ ফসল উৎপাদনে কলা-কৌশল শেখানো হয়। গত ৪ মাস আগে বেগুন গাছ রোপনের মধ্য দিয়ে ২৫ জন কৃষক-কৃষাণীদের নিয়ে এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়।
২৩ জুলাই রোববার উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কদমতলা এলাকায় মাঠ দিবসে অংশ গ্রহণকারী সফল কৃষকদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ। এ সময় উপজেলা কৃষি অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও কৃষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।