দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে ১৯ জনের মৃত্যু

7

 

কাজির বাজার ডেস্ক

সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। যা দেশে ডেঙ্গুর ইতিহাসে একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। ২০০০ সালে জ্বরটি শনাক্ত হওয়ার পর থেকে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এত মানুষের মৃত্যু আগে দেখেনি দেশ।
স্বাস্থ্য অধিদপ্তর বুধবার এ তথ্য জানিয়েছে। অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় (১৮ জুলাই সকাল ৮টা থেকে ১৯ জুলাই সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যুর পাশাপাশি হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড হয়েছে। অর্থাৎ একইদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগী সংখ্যা ও মৃত্যু আগের সব পরিসংখ্যানকে পেছনে ফেলেছে।
ডেঙ্গুতে আগের দিন (১৮ জুলাই) ১৩ জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদপ্তর। টানা দুই দিন ধরে মৃত্যু রয়েছে দুই অঙ্কের ঘরে।