টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্টেডিয়ামে দর্শকের জোয়ার, নগরীতে তীব্র যানজট

6

 

স্টাফ রিপোর্টার

সিলেট আকাশে সারি সারি মেঘ। এর ফাঁকেই ছড়িয়ে পড়েছে সূর্যের আলো। এমন রোদের মাঝেই ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শুক্রবার সন্ধ্যা ৬টায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ।
দেড় ঘণ্টা আগে মাঠে প্রবেশ করে বাংলাদেশ দলের টিম বাস। তারও আধাঘণ্টা আগে আসে আফগানিস্তানের টিম বাস। ক্রিকেটাররা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝেই প্রস্তুতির শেষ আঁচড় দিচ্ছেন। টসে জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বোলিং বেছে নেন।
এদিকে সিলেটে এই টি-টোয়েন্টি সিরিজ ঘিরে দর্শকদের আগ্রহ ছিলো তুঙ্গে। শুক্রবার সকাল থেকে টিকিটের জন্য হাহাকার করছেন দর্শকরা। ছুটির দিন হওয়াতে দর্শকদের চাপ অন্য এক সময়ের তুলোনায় অনেক বেশি ছিলো। খেলা উপলক্ষে মহানগরীর বিভিন্ন এলাকায় দেখা দেয় তীব্র যানজট। মহানগরীরর চৌহাট্টা, আম্বরখানা, শাহী ঈদগাহ, এয়ারপোর্ট রোডে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।
এদিকে জুমার আগ থেকেই স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে ভিড় করতে থাকেন দর্শকরা। কেউ কেউ দাঁড়িয়ে ছিলেন টিকিটের লাইনে, কেউ পেয়েছেন আবার কেউ হতাশ হয়ে ফিরেছেন। কাউন্টার থেকে মাইকিং করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।