প্যারিসে দারুল ক্বিরাত ফুলতলী ট্রাস্টের ফ্রি কোরআন শিক্ষা কোর্সের উদ্বোধন

1

 

ফ্রান্সের প্যারিসে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের উদ্যোগে ফ্রি কোরআন শিক্ষা কোর্সের উদ্বোধন হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেলে প্যারিসের অভারভিলা বাঙ্গালী জামে মসজিদে কোরআন শিক্ষা কোর্সের উদ্বোধন করা হয়।
অভারভিলা বাঙ্গালী জামে মসজিদে ভাইস প্রেসিডেন্ট সালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে, আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সভাপতি ও উক্ত সেন্টারের নাজিম মাওলানা মাসুক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উক্ত সেন্টারের প্রধান ক্বারী ও আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের উপদেষ্টা মাওলানা হাফিজ জিল্লুর রহমান, মসজিদ কমিটির সভাপতি সালেহ আহমদ, আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের উপদেষ্টা আব্দুর রহিম, সহ সভাপতি সিদ্দিকুর রহমান নুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদ, সদস্য আব্দুর রব, শাহিন আহমদ, সুহেল আহমদ। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তি ফয়সল আহমদ, মাজহারুল ইসলাম মিন্টু।
হাফিজ আবু জাফর রিপনের কোরআন তিলাওয়াত ও বিশিষ্ট সংগীত শিল্পী আবু সাইদ সায়েমের নাতে রাসূল (রাঃ) পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের উপদেষ্টা খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল আজিজ জায়েদ, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, সদস্য সাইফুর রহমান সপন, শেখ আসাদ আহদ, সাদিক আহমদ, মুহিবুর রহমান খালেদ, খয়রুল আমীন খছরু ও জাহান আহমদ প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ, দারুল কিরাতের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, ছাত্র-ছাত্রীসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ গ্রহণ করেন। মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি