বধ্যভূমির মাহাত্ম্য সবার সামনে তুলে ধরতে হবে

16

সিলেট শহরতলীর সালুটিকর এলাকায় সিলেট ক্যাডেট কলেজ সংলগ্ন মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানিদের স্মৃতিবিজড়িত বধ্যভূমি শহীদ মেমোরিয়াল গার্ডেনের সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে বক্তারা বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমির সড়কে বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্ব সিলেট সম্মেলনের সবুজ বিপ্লবের সূচনা হলো। বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত সিলেটবাসীকে সঙ্গে নিয়ে আমরা এই শহীদ মেমোরিয়াল গার্ডেনের সড়কটিকে একটি নান্দনিক রূপ দেব। আপনারা জানেন মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মৃতিবিজড়িত এই স্থানটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। ‘শহিদ মেমোরিয়াল গার্ডেন’ বাস্তবায়ন কমিটি উদ্যোগ নিয়ে এই স্থানে স্মৃতিসৌধ স্থাপন করে।’
আজ শুক্রবার বেলা ৩টায় ‘বিশ্ব সিলেট সম্মেলন’ ও ‘অমরাবতি’-র যৌথ উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
বক্তারা আরও বলেন, ‘পাহাড় ও ঝোপঝাড় বেষ্টিত এই স্থানটিকে নান্দনিক করে গড়ে তুলতে হবে। যাতে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই স্থানটি সম্পর্কে জানতে পারে, মহান মুক্তিযদ্ধে এ দেশের মুক্তিকামী মানুষের আত্মত্যাগের কথা। সেই জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। পযর্টন নগর সিলেটের এটিও অন্যতম একটি আকর্ষণ। তাই এই স্থানের মাহাত্ম্য সবার সামনে তুলে ধরতে হবে এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য কাজ করছে বিশ্ব সিলেট সম্মেলন।’ বিশ্ব সিলেট সম্মেলনের মহাসচিব বীরপ্রতীক কর্নেল মোহাম্মাদ আব্দুস সালামের (অব.) সভাপতিত্বে বৃক্ষরোপণ কমসূচিতে উপস্থিত ছিলেন, চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী, কিডনি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাবিব হাসান বাবলু, জাস্ট হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান, শহিদ পরিবারের সন্তান জামাল আহমদ খান, কিডনী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ফরিদা নাসরিন, মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা, অমরাবতির সমন্বয়ক ডা. খুর্শেদা তাহমীন, প্রতিনিধি শিরিন চৌধুরী, আহমেদ জিন্নুন চৌধুরী, সুলতানা সাত্তার, স্টেশন ক্লাব সভাপতি মঞ্জুর আহমদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা বিভাগের দেলওয়ার জাহান চৌধুরী, সাংস্কৃতিক বিভাগের তামিমুল ইসলাম খান, অপ্যায়ন বিভাগের মিসবাহ উদ্দিন, সদস্য এ জেড আব্দুল্লাহ আফরোজ, সারওয়ার জাহান চৌধুরী, নৃত্যশৈলীর প্রধান সমন্বয়ক বিভাস শ্যাম পুরকায়স্থ যাদন, নৃত্যশৈলীর পরিচালক নীলাঞ্জনা জুঁই, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজতকান্তি গুপ্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সাংস্কৃতিক সংগঠক এনামুল মুনীর, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, শ্রæতি সিলেটের সমন্বয়ক সুকান্ত গুপ্ত, চ্যানেল এস এর চীফ রিপোর্টার মঈন উদ্দিন মঞ্জু।
উল্লেখ্য ‘শহীদ মেমোরিয়াল গার্ডেন’-র রাস্তায় প্রথমধাপে ৮টি বøকে চারশতাধিক বিভিন্ন ধরণের গাছের চারা রোপণ করা হয়। এতে সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠনের শতাধিক সেচ্ছাসেবী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি