সিলেটে অলিম্পিক ডে উদযাপন

7

 

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ‘‘খবঃং গড়াব’’ প্রতিপাদ্যে ‘‘অলিম্পিক ডে-২০২৩’’ উদযাপন উপলক্ষে শুক্রবার সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নগরী প্রদক্ষিণ করে আবার সিলেট জেলা স্টেডিয়ামে এসে সমাপ্ত হয়।
উক্ত র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দেবজিৎ সিংহ। র‌্যালীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক হানিফ আলম চৌধুরী ও কার্যনির্বাহী সদস্য দীপাল কুমার সিংহ, সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মোঃ নূর হোসেন, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মোঃ সিরাজ উদ্দিন, সিলেট জেলা ফুটবল দলের সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় হাসান আলী বাদল, ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক এ টি এম ইকরাম ও সদস্য ইমরান আজাদ, বিসিবি’র সিলেট জেলা ক্রিকেট কোচ মোঃ রানা মিয়া, সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সহকারী সম্পাদক রুয়াইব আহমদ রুয়েব, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু ও সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, সাবেক খেলোয়াড় গোলাম হোসেন সুজন, কারাতে কোচ মাসুদ রানা, উশু কোচ মোঃ আনোয়ার হোসেন, ক্রিকেট কোচ পলাশ কর ও নাসির বক্স, ফুটবল কোচ মোঃ আজিজুর রহমান মিটন, সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার, মিজানুর রহমান, বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়বৃন্দ, ক্রীড়ানুরাগীবৃন্দ প্রমুখ। বিজ্ঞপ্তি