নগরীর বাক প্রতিবন্ধী এক কিশোরের পরিবারের সন্ধান চায় পুলিশ

2

 

স্টাফ রিপোর্টার

নগরীর কোতোয়ালী মডেল থানারে হেফাজতে থাকা এক বাক প্রতিবন্ধী কিশোরের পরিবারের সন্ধান করছে পুলিশ। শনিবার বিকেল তিনটার দিকে নগরীর নাইওরপুল এলাকায় বাক প্রতিবন্ধী কিশোর অভিভাবকহীন অবস্থায় ঘোরাফেরা করাকালে পথচারী লোকজন এই কিশোরকে পুলিশের নিকট হস্তান্তর করেন।
পুলিশ জানায়, ছেলেটির আনুমানিক বয়স ১৩ বছর। ভিকটিমকে জিজ্ঞাসাবাদ সে কোন কথাবার্তা বলতে পারে না। তার আত্মীয় স্বজনদের খোঁজের চেষ্টা করেও পাওয়া যায়নি। পরে অজ্ঞাতনামা বাক প্রতিবন্ধী কিশোরকে নগরীর বাগবাড়ীর মহিলা ও শিশু কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেইফ হোম) রাখা হয়। কোন ব্যাক্তি যদি এই কিশোরের সন্ধান জেনে থাকেন, তাহলে কোতোয়ালী মডেল থানার ডিউটি অফিসার মোবা-০১৩২০-০৬৭৫৭৩, এসআই/শামীম উদ্দিন, মোবা-০১৭৩১-৪১২৯১৪) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। উদ্ধারকৃত ভিকটিম অজ্ঞাতনামা বাক প্রতিবন্ধী ছেলে বয়স অনুমান (১৩) এর আত্মীয় স্বজনদের সন্ধান চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ।