কমলগঞ্জে প্রবল ঝড়ে শতাধিক গাছপালা উপড়ে গেল

5

 

কমলগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার আদমপুর, ইসলামপুরসহ বিভিন্ন এলাকায় তীব্র ঝড়ে শতাধিক গাছপালা উপড়ে ও ভেঙে গেছে। বিশেষ করে আদমপুর ভায়া ভানুবিল সড়কের আধা কিলোমিটার এলাকার মধ্যে ২০টি গাছ উপড়ে পড়েছে। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা ও বনবিভাগ গাছগুলো সরিয়ে নিতে কাজ করছে।
শনিবার ভোরে উপজেলার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এ ছাড়াও কোনাগাঁও, আদকানি, ভানুবিল, মধ্যভাগ, ঘোরামারাসহ বেশ কয়েকটি গ্রামে ১০-১২টি ঘর-বাড়ির টিন উড়িয়ে নিয়ে গেছে বলে জানান স্থানীয় আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন।
জানা যায়, ঝড়ে আদমপুর, ইসলামপুর ও আলীনগরের বেশ কয়েকটি এলাকায় রাস্তা ও বসতবাড়ির গাছ পালা ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। বিশেষ করে আদমপুর ভায়া ভানুবিল সড়ক ধারের সামাজিক বনায়নের প্রায় ৩০টি গাছ উপড়ে যায়।
অনেক গাছ ভেঙে গেছে। এতে ওই সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বনবিভাগ ও স্থানীয় লোকজনকে পড়ে যাওয়া গাছপাল্ কেটে সরিয়ে নিতে দেখা যায়।
আদমপুরের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুসন আলী জানান, গোটা ইউনিয়নে শতাধিক গাছপালা ভেঙে পড়েছে।
এছাড়া প্রচুর বৃষ্টি হওয়ায় ছড়ার পানিও বাড়ছে। কয়েকটি স্থানে ১০-১২টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজকান্দি রেঞ্জার তৌহিদুল ইসলাম বলেন, আদমপুরে সামাজিক বনায়নের প্রচুর গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।
আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, তার ইউনিয়নে বিভিন্ন গ্রামে শতাধিক গাছপালা উপড়ে গেছে এবং বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।