সিলেট বিভাগে এবার প্রায় ১৪ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

9

 

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় সিলেট বিভাগে এবার প্রায় ১৪ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৮ জুন সিলেট বিভাগের চারটি জেলায় সর্বমোট ৮১৪৫টি কেন্দ্রে ৬ মাস হতে ৫৯ মাস বয়সী শিশুদের এ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সিলেট বিভাগের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ৬ থেকে ১১ মাস বয়সী ১৫৭২২৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১২৩৮০৬০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সকল কেন্দ্রে একযোগে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে। সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয়ে অনুষ্ঠিত এডভোকেসি সভায় এতথ্য জানানো হয়।
সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শরীফুল হাসানের সভাপতিত্বে ১৫ জুন ২০২৩ তারিখে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-এর এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভাগীয় পরিচালক ও যুগ্ম সচিব মো. কুতুব উদ্দিন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভ‚ঁইয়া, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুজিবুল হক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম, সিলেট জেলার সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার, মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, মৌলভীবাজার জেলার উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা) খন্দকার মাহবুবুর রহমান, সিলেট জেলার উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা) বিপ্লব বড়ুয়া, ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগের পরিচালক মোঃ মহিউদ্দিন, বিভাগীয় তথ্য অফিস-এর পরিচালক মোঃ সালাহ উদ্দিন এবং বাংলাদেশ টেলিভিশন সিলেট জোনের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মো. আব্দুল লতিফ খানসহ সিলেট বিভাগের বিভিন্ন বিভাগীয় দপ্তরের দপ্তর প্রধান ও তাদের প্রতিনিধিগণ।
অবহিতকরণ সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ১৮ জুন তারিখে অনুষ্ঠিতব্য ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-এর কর্মপরিকল্পনা উপস্থাপন করেন বিভাগীয় দপ্তরের মেডিকেল অফিসার ডা. ভাস্কর ভট্টাচায্য বর্ষন এবং ডা. এ্যানি দে।