ছাতকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ডাকাতের পলায়ন

7

 

ছাতক থেকে সংবাদদাতা

ছাতকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে গেছে আব্দুল কুদ্দুছ ওরফে শামীম (৩৭) নামের কুখ্যাত এক ডাকাত সদস্য। সে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের অহিদ উল্লা ওরফে তাহিদ উল্লা ওরফে কাটা মিয়ার পুত্র। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানাগেছে। জানা যায়, ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি আব্দুল কুদ্দুছ ওরফে শামীমকে গ্রেফতার করতে গত বুধবার সন্ধ্যায় ভাতগাঁও ইউনিয়নের হায়দুরপুর গ্রামের বাজারে যায় জাহিদপুর পুলিশ ফাড়ির এএস আই সোহেল আহমদের নেতৃত্বে একদল পুলিশ।
এসময় ওই আসামি স্থানীয় হায়দরপুর বাজারে ক্যারাম খেলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তার এক হাতে হ্যান্ডকাপ লাগায়। এসময় পুলিশের সাথে দস্তাদস্তির একপর্যায়ে আসামি শামীম হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। রাতে ছাতক-দোয়ারার সার্কেল রণজয় চন্দ্র মল্লিকের নেতৃত্বে ওই এলাকায় সাড়াশি অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করতে পারেনি। তবে রাত ২টার দিকে পুলিশ হ্যান্ডকাপটি উদ্ধার করতে সক্ষম হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আসামীকে আটকের সময় দস্তাদস্তির এক পর্যায়ে পালিয়ে যায়। এসময় আসমীকে হ্যান্ডকাপ লাগানো হয়নি পুলিশের হাত থেকে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যায়। রাতেই হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে। আসামিকে দ্রæত গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।