তাহিরপুরে মাছ ধরার ফাঁদে মিলল বিরাট অজগর, পিটিয়ে মারলো যুবকেরা

7

বাবরুল হাসান বাবলু তাহিরপুর, থেকে

তাহিরপুরে মাছ ধরার চাঁইয়ে (ফাদ) মিললো ৯ ফুট লম্বা অজগ[র। মঙ্গলবার সকালে উপজেলার শ্রীপুর দক্ষিন ইউনিয়নে শ্রীপুর কুড়িপাড়া গ্রামের সামনে হাওরে মাছ ধরাই চাঁইয়ে পাহাড়ি অজগর সাপটি ধরা পরে। স্থানীয় কুড়ের পাড়া গ্রামের জেলেরা বাড়ির সমানে হাওরে প্রতিদিন চাঁই দিয়ে ছোট মাছ ধরেন। প্রতি দিনের মত গতকালও হাওরে চাই তুলতে যান সকাল বেলা। জেলেরা প্রথমে বড়মাছ ভেবে চাইটি তুললেও পরবর্তীতে সাপ দেখে কিছুটা ভয় পেয়ে যান। পরবর্তীতের চাঁইয়ে অজগর আটকের বিষয়টি গ্রামে হৈ চৈ পরে গেলে গ্রামের যুবক কিশোররা এসে অজগর সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। সাপ মারার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পরে মঙ্গলবার সকাল থেকেই। ভিডিওতে দেখা যায় এক দল অতি উৎসাহী যুবক, কিশোর সাপটি মেরে হৈ-হুল্লুর করছে।
বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল বলছেন সাপটি না মেরে বণ বিভাগের কাছে হস্তান্তর করা গেলে ভালো হতো। শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের বাসিন্দা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান(তাহিরপুর) ফেরদৌস আলম বলেন, শুনেছি একটি সাপ চাঁইয়ে ধরা পড়েছে। সাপটি মেরে ফেলা ঠিক হয়নি।
জেলা বণ্যপ্রণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মাহমুদুল হক খান বলেন, বিষয়টি আমি শুনলাম। বন্য প্রাণী মারা ঠিক নয়। আমাদের খবর দিলেও আমারা নিয়ে আসতাম।