পরিবহন শ্রমিক আইন ২৩ পরিষেবা বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান

4

 

শ্রমিকদের অধিকার হরণকারী কালো আইন পরিবহন শ্রমিক আইন ২৩ পরিষেবা বাতিলের দাবি জানিয়েছেন সিলেটের পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে সিলেটের ৬টি রেজিস্ট্রার্ড পরিবহন শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে পরিবহন শ্রমিক আইন ২৩ পরিষেবা বাতিলের দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সারাদেশের ন্যায় সিলেটেও মানববন্ধন কর্মসূচী পালন ও স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচীতে সিলেটের বিভিন্ন পরিবহন শ্রমিক উপকমিটির নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্নস্তরের বিপুল সংখ্যক পরিবহন শ্রমিক অংশ নেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় সভাপতি, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মুহিমের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা ট্রাক প্রিকাপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, কার্যকরী সভাপতি সভাপতি আব্দুস ছালাম, সাধারন সম্পাদক আব্দুল গফুর, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর কার্যকরী সভাপতি সুন্দর আলী, সাধারন সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা সিএনজি অটোরিকশা অটোটেমপু রেজি নং ২০৯৭ এর সভাপতি আব্দুল হালিম ভাসানী, সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, ইমা লেগুনা হিউম্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ইনসান আহমদ, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সহ সাধারন সম্পাদক মাহবুব মিয়া মবু, ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ লস্কর প্রমূখ। বিজ্ঞপ্তি