মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সেক্রেটারি নাহেদের পিতার ইন্তেকাল, জানাজা সম্পন্ন

6

 

সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদের পিতা সৈয়দ দারা মিয়া ইন্তেকাল করেছেন। সোমবার ভোরে সিলেট ওসমানী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত নানা রোগ এবং একই সাথে হৃদরোগে ভুগছিলেন। সোমবার বিকেলে হযরত শায়েখ মানিকপীর (রহ:) মাজার সিটি গোরস্থানে তাকে দাফন করা হয়। পরিবার সূত্রে জানা যায়, সোমবার ভোর ৭টা ২৩ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে দারা মিয়া ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ আসর নয়া সড়ক জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন ওই মসজিদের ঈমাম হাফিজ মাওলানা মোহাম্মদ হোসাইন।
জানাজায় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর আওয়ামী লীগ তথ্য বিষয়ক সম্পাদক তপন মিত্র, ওয়ার্কার্স পার্টির সিলেট জেলার সভাপতি কমরেড সিকান্দর আলী, দৈনিক শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক আব্দুল মুকিত, দৈনিক সিলেটের ডাকের চীফ রিপোর্টার সিরাজুল ইসলাম, ১৯নং ওয়ার্ডের কাউন্সিল এসএম সৈকত আমীন তৌহিদ, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ জাবেদ আহমদ এমরান, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন খাঁন, ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দিনার খাঁন হাসু, ১৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রুমেল আহমদ, সাংবাদিক ফারুক আহমদ, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, নিউ এইজ এর সিলেট ব্যুরো আব্দুল হালিম সাগর।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির উপদেষ্টা মিজানুর রহমান দেওয়ান, আব্দুল মালেক মাস্টার, সমিতির সভাপতি আবদুল কুদ্দস, সাবেক সভাপতি আব্দুস ছালাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাসেম হাসু, কোষাধ্যক্ষ মনির হোসেন, সদস্য মিলন মিয়া, সাংবাদিক আবুল হোসেন ও ফটো সাংবাদিক রেজওয়ান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি