জগন্নাথপুরে কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ ও সার বিতরণ

8

 

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় রোপা আমন আবাদ বৃদ্ধির লক্ষে দরিদ্র প্রান্তিক কৃষকদের জমি আবাদে আরো উৎসাহিত করতে কৃষি অধিদপ্তরের উদ্যোগে সরকারি ভাবে এক হাজার কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ১২ জুন সোমবার কৃষি অফিস প্রাঙ্গনে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এর সভাপতিত্বে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন লালন ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম। এ সময় জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, উপজেলা কৃষি অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও উপজেলার সকল ইউনিয়নের সহকারী কর্মকর্তাগণ সহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, আমন প্রণোদনার আওতায় জনপ্রতি ৫ কেজি করে ধানের বীজ এবং ২০ কেজি করে এমওপি ও ডিএপি সার বিতরণ করা হচ্ছে। এতে বিনা-ধান ২২, ব্রি-ধান ৯৫, ব্রি-ধান ৯৩, ব্রি-ধান ৮৭, ব্রি-ধান ৭৫ ও ব্রি-ধান ৫২ জাতের উচ্চ ফলনশীল ধানের বীজ রয়েছে। এবার জগন্নাথপুর উপজেলায় ৯ হাজার ৫৫৫ হেক্টর আমন জমি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৪ হাজার ৮২২ মেট্রিকটন ধান। প্রকৃতি অনুকুলে থাকলে এবার লক্ষ্যমাত্রার অধিক ফলন উৎপাদনের আশা করছি।