দেশে বর্তমানে ব্যক্তিপর্যায়ে করদাতার সংখ্যা ৮৯ লাখ ৩৬ হাজার

3

 

কাজির বাজার ডেস্ক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, বর্তমানে দেশে ব্যক্তিপর্যায়ে করদাতার সংখ্যা ৮৯ লাখ ৩৬ হাজার ৫৩৬ জন।
রবিবার জাতীয় সংসদে ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের এক প্রশ্নের জবাবে বিষয়টি জানান অর্থমন্ত্রী।
সংসদে অর্থমন্ত্রী বলেন, ব্যক্তি করদাতার সংখ্যা বাড়ানোর জন্য নিম্ন বর্ণিত পদক্ষেপ নেয়া হয়েছে। সেগুলো হলো- ১. জরিপ কার্যক্রমের মাধ্যমে নতুন করদাতা শনাক্তকরা; ২. এক পাতার রিটার্ন দাখিল পদ্ধতি সহজ করা; ৩. স্পট অ্যাসেসমেন্ট; ৪. অনলাইন ই-রিটার্ন দাখিল; ৫. আয়কর জমা দেয়া সহজ করা, যেমন-অনলাইনে আয়কর দেয়ার জন্য এই চালান, রকেট নগদ, বিকাশ ও সোনালি ব্যাংক ই-পেমেন্টের মাধ্যমে আয়কর পরিশোধ ব্যবস্থা চালু; ৬. করদাতাদের সম্মাননা দেয়া, যেমন সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ে সর্বোচ্চ ও দীর্ঘ সময়ব্যাপী কর পরিশোধকারী করদাতাকে জাতীয়ভাবে সম্মাননা দেয়া হচ্ছে; ৭. নভেম্বর মাসে করতথ্য সেবা মাস চালুকরা; ৮. বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার-প্রচারণা চালানো হয়েছে; ও ৯. করতথ্য সেবা প্রদান কেন্দ্রের মাধমে করদাতাদের রিটার্ন পূরণসহ সামগ্রিক সহযোগিতা করা হচ্ছে। ফলে উত্তরোত্তর ব্যক্তি পর্যায়ে করদাতারা কর দিতে আগ্রহী হচ্ছে ও করদাতার সংখ্যাও বাড়ছে।